উত্তর 24 পরগনার যেভাবে কথা ছিল সেভাবেই হলো অবশেষে তৃণমূল উত্তর 24 পরগনাকে জেলা সাংগঠনিক ভাবে 4 ভাগ করা হয়েছে । দমদম, বারাসাত, বসিরহাট ও বনগাঁ চারটি ভাগে ভাগ করা হয়েছে।প্রত্যেকটির আলাদা আলাদা জেলা সভাপতি এবং চেয়ারম্যান ,মহিলা সভাপতি, যুব সভাপতি ও টাউন সভাপতি সব একসাথে ঘোষণা করা হয়েছে।

দমদম ব্যারাকপুর জেলা কোর কমিটির যারা দায়িত্ব পেয়েছেন তারা যথাক্রমে হলেন :-
জেলা চেয়ারম্যান – নির্মল ঘোষ
জেলা প্রেসিডেন্ট – পার্থ ভৌমিক
জেলা মহিলা সভাপতি :- সোনালী সিংহ রায়
জেলা যুব সভাপতি : – দেবরাজ চক্রবর্তী
জেলার আইএনসি প্রেসিডেন্ট : – সোমনাথ শ্যাম ।

 

বারাসাত জেলা কমিটির দায়িত্বে এসছে : —
জেলা সভাপতি: আসোনি মুখার্জি
জেলার চেয়ারম্যানের : তপতী দত্ত
জেলা মহিলা প্রেসিডেন্ট : স্বপ্না বোস
জেলা যুব সভাপতি : অভিজিৎ নন্দী
জেলা আইএনটিটিইউসি : তাপস দাস গুপ্ত।

বসিরহাট জেলা কমিটির যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন : –
জেলা চেয়ারম্যান : হাজী নুরুল ইসলাম
জেলা সভাপতি : সরোজ ব্যানার্জি
জেলা ভাইস প্রেসিডেন্ট : রঞ্জিত দাস
জেলা মহিলা প্রেসিডেন্ট : অর্চনা মৃধা
জেলা যুব সভাপতি : সমীক রায় অধিকারী
জেলা আইএনটিটিইউসি প্রেসিডেন্ট : কৌশিক দত্ত।

এবার আমরা সরাসরি কথা বলছি বনগাঁ ডিস্ট্রিক্ট ইউনিট কমিটি নিয়ে : —
জেলা সভাপতি : আলো রানী সরকার
জেলা চেয়ারম্যান : শঙ্কর দত্ত
জেলা মহিলাসভাপতি : ইলা বাকচি
জেলা যুব সভাপতি : সন্দ্বীপ দেবনাথ
জেলা আইএনটিটিইউসি প্রেসিডেন্ট : নারায়ন ঘোষ।