অবতক খবর, উত্তর ২৪ পরগণা: গত ২৯ তারিখ ২০১৯ সালে বারাসাত খুদিরাম বসু রোড ১১ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় বাসিন্দা কার্তিক চন্দ্র সরকারের বড় ছেলে কাঞ্চন সরকার (৩২) বাড়ি থেকে বন্ধু ভোলার বাড়ি যাবে বলে বেরিয়েছিলো। অবশেষে বাড়ি ফেরা হয়নি কাঞ্চনের।

বাড়ির লোক অনেক খোঁজাখুঁজির না পেয়ে বারাসাত থানার দ্বারস্থ হয়। একদিন হঠাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোনে আসে ২০ লাখ টাকার মুক্তিপণ চেয়ে । টাকা দিলে তবেই ছেলেকে ফেরত পাওয়ার কথা বলা হয়েছিল ওই ফোনের মাধ্যমে। হতাশ হয়ে বিষয়টি থানায় জানানো হয় পুলিশ প্রশাসনে ।

কিন্তু পুলিশ প্রশাসন থেকে কোনরকম সাহায্য না পেয়ে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয় এই অসহায় পরিবার। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার হলেও এখনো ফিরে আসেনি বাড়ির বড় ছেলে কাঞ্চন সরকার । ওই পরিবার তাদের নিজের ছেলেকে ফিরে পাওয়ার আশায় এখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, যাতে দ্রত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘরের ছেলে ঘরে ফিরে আসে।