অন্য ব্রিগেড
তমাল সাহা

মাথার উপর জমাট অন্ধকার
তিমিরবিনাশী রক্তপলাশ ফুটে আছে।
আমি সেদিন রক্তাক্ত
তুমি ছিলে পাশে, অনেক কাছে।

চোখের সামনে মৃত্যুর হানাদারি
হাতের উপর রেখেছো হাত।
আবার চলো মিছিলে হাত ধরাধরি
জনারণ্যে ভরে গেছে সড়ক ফুটপাত।

প্রেমের আশ্লেষে চুম্বন সেরে নেব পরে।
এখন প্রতিবাদে আমরা করবো প্যারেড।
মোর্চা হলো,
ভাষণ তো অনেক হলো,
লং মার্চ কবে বলো, কমরেড!
এবার চলো রণ-ময়দানে, ব্রিগেড।