অবতক খবর,কলকাতা,মিতালী মাহাতো: ১৯২০ সালের পয়লা মে মান্না দে জন্মগ্রহণ করেছিলেন উত্তর কলকাতার ৯ মদন ঘোষ লেনের বাড়িতে। তিনি সঙ্গীতজীবনে বাংলা ছাড়াও বিভিন্ন ভারতীয় ভাষায় প্রায় সাড়ে তিন হাজার গান গেয়েছেন।এর মধ্যে রয়েছে অসংখ্য সিনেমার গান,ধ্রুপদী সঙ্গীত, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি।

মান্নাদের গাওয়া গানগুলোর মধ্যে বিখ্যাত কিছু গান হলো – কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’, ‘এই কুলে আমি, ‘সেই তো আবার কাছে এলে, ‘ললিতা, ওকে আজ চলে যেতে বল না’, ‘আমার ভালবাসার রাজপ্রাসাদে’, ‘যখন কেউ আমাকে পাগল বলে’, ‘আমি যামিনী তুমি শশী হে’, ‘কাহারবা নয় দাদরা বাজাও’, ‘শাওন রাতে যদি’, ‘আমি শ্রী শ্রী ভজহরি মান্না’, ‘আমার ভালবাসার রাজপ্রাসাদে’, ‘আমি যে জলসাঘরে…গানগুলি আজও বাঙালির কাছে স্মৃতি হয়ে থাকবে। ভারত সরকার মান্না দে কে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করেছেন এবং পদ্মশ্রী পদ্মভূষণ সম্মানও পেয়েছেন তিনি।