অবতক খবর::অনুপ কুমার মন্ডল-নদীয়া::শিমুরালী উপেন্দ্র বিদ্যাভবনের প্লাটিনাম জুবিলি উদযাপন বর্ষে ১০ই জানুয়ারি ২০২০শিমুরালী সংস্কৃতি সংঘের ময়দানে পার্শ্ববর্তী বিদ্যালয় গুলিকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠিত হল ৬৫তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল সাড়ে দশটায় প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী রত্না ঘোষ (কর)। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক সন্দীপ ঘোষ। প্রতিযোগীদের নিয়ে মার্চ পাস্ট করান ক্রীড়া শিক্ষক তুষার চক্রবর্তী। উপস্থিত ছিলেন বাদল রায় মুখার্জী, তীব্রজ্যোতি দাস, অঞ্জন গাঙ্গুলী,জাকির হোসেন মন্ডল, গোপীনাথ কুন্ডু, শ্যামাপ্রসাদ রায়, দীনবন্ধু দাস, মানস ভট্টাচার্য, প্রমুখ প্রাক্তন ছাত্রবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদুড়িয়া ১নং পঞ্চায়েত প্রধান শেফালী দাস। প্রতিযোগিতার আসরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তাপস ব্যানার্জী, উত্তম দাস, প্রবীর দেব, সালখান সরেন, অভিজিৎ কর, বিদ্যুৎ বিশ্বাস, মুনমুন বিশ্বাস, সুদেষ্ণা সরকার, তুলি দাস বিভিন্ন ইভেন্ট যথাযথভাবে পরিচালনা করেন। ২৮৯ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পার্শ্ববর্তী বিদ্যালয়ের বহু প্রতিযোগী চূড়ান্ত সাফল্য করে। আগামী ১৫ই জানুয়ারি প্লাটিনাম জুবিলি উদযাপনের মূল মঞ্চে সকল সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।