অবতক খবর : নৈহাটি ব্রাত্যজন নাট্য উৎসব ২০২০ সাড়ম্বরে অনুষ্ঠিত হল নৈহাটি ঐকতান মঞ্চে। তিনদিনব্যাপী নৈহাটি ব্রাত্যজন নাট্য উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব তথা নাট্যকার চন্দন সেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তণ তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী সহ নাট্য উৎসবের আহ্বায়ক তথা বিধায়ক পার্থ ভৌমিক।উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক আসনে দেখা যায় নাট্যকর্মী স্বপন ভট্টাচার্য্য, নারায়ণ মুখার্জী, দীপক চক্রবর্তী, সমাজসেবক সুজিত ভট্টাচার্য্য, এডুকেশন দপ্তরের সিআইসি শম্ভুনাথ বিশ্বাস, কানাইলাল আচার্য্য, মাদরালের নাট্যকর্মী দেবব্রত রায়কে। এদিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অতিথিদের সম্মানিত করা হয় উত্তরীয় ও স্মারক সম্মান প্রদানের মাধ্যমে। উপস্থিত বিশিষ্টজনরা মঞ্চে তাদের বক্তব্য রাখেন। এদিন দমদম ব্রাত্যজনের প্রযোজনায় নাটক ‘দেবদাস’ মঞ্চস্থ হয়। এর নির্দেশনায় ছিলেন প্রান্তিক চৌধুরী,মুখ্য কারিগর ব্রাত্য বসু। অন্যদিকে ২৮শে ফেব্রুয়ারি মঞ্চস্থ হয় নাটক ‘টিনের তরোয়াল’,প্রযোজনায় উৎপল দত্ত,নির্দেশনা নৈহাটি নাট্য সমন্বয় মুরারি মুখোপাধ্যায়ের। এদিন উল্লেখযোগ্যভাবে নাটকে অভিনয় করতে দেখা যায় বিধায়ক পার্থ ভৌমিককে। তিনি একজন অসাধারণ নাট্য অভিনেতা। তার অভিনয় দর্শকদের মন কেড়েছে। এছাড়াও সমস্ত অভিনেতা,অভিনেত্রীদের অভিনয় ছিল প্রশংসনীয়। শেষদিনে অর্থাৎ ২৯শে ফেব্রুয়ারি নৈহাটি ব্রাত্যজনের প্রযোজনায় অরিত্র ব্যানার্জীর নির্দেশনা,পার্থ ভৌমিক এবং মুখ্য উপদেষ্টা ব্রাত্য বসু নাটক মঞ্চস্থ হতে চলেছে ‘দাদার কীর্তি’,নাট্যপ্রেমী মানুষ অধির আগ্রহে অপেক্ষা করে আছেন তার জন্য।