অবতক খবর,১০ ডিসেম্বর: অনাস্থার মাধ্যমে পুরাতন মালদা ব্লকের বিজেপি পরিচালিত সাহাপুর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল । ১২-১১ ভোটের ব্যবধানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানকে অপসারণ করে তৃণমূল। শুক্রবার দুপুরে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের অনাস্থা বৈঠককে ঘিরে ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা । অনাস্থা বৈঠকের পর সাহাপুর গ্রাম পঞ্চায়েত তৃনমূল দখল করতেই উচ্ছ্বাসে মেতে ওঠে দলের নেতাকর্মীরা।

স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৩ । গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৩টি আসন। তৃনমূল পেয়েছিল ৪টি আসন। নির্দল পেয়েছিল ১টি,  কংগ্রেস ৪টি এবং সিপিএম পেয়েছিল ১টি আসন। সেই সময় সাহাপুর গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। প্রধান ছিলেন উকিল মন্ডল। পরবর্তীতে সিপিএম , কংগ্রেস এবং নির্দল ছেড়ে পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদান করেন। এরপরই প্রধানের বিরুদ্ধে বিভিন্ন কাজে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা অনাস্থা আনে।