৬৩ দিনের রেকর্ড অনশন কে করেছিল?
কোন শহিদ মিছিলে দু লাখ লোক হেঁটেছিল? নেতাজি কোন মিছিলে নেতৃত্বে ছিল?১৩ সেপ্টেম্বর যতীন দাস শহিদ হয়েছিল

অনশন
তমাল সাহা

অনশন কাকে বলে?
—- না খেয়ে থাকাকে।
তুমি কিছুই জানো না,
বলে আমার ছোট্ট মেয়ে।
ওটা তো অনাহার!
গরিবগুর্বোদের রোজকার অভ্যেস।
তুমি আমি পেটপুরে আছি বেশ!

রাজবন্দিদের উপর অত্যাচার?
দেখে যাবো! চাইবো না বিচার?
সোচ্চার হয়ে উঠলো যতীন দাস!
চাই মুক্ত জীবন, আকাশ- বাতাস।

অনশন—
একটা আন্দোলন, লড়াই।
যতীন দাস! আরে ব্বাস!
তেষট্টি দিন অনশন,ভাবা যায়?
একটানা একা….
ব্রিটিশ শাসককে বানায় বোকা।

এই হচ্ছে অনশন লড়াকু নির্ভীক
ক্রমাগত হয়ে ওঠে ঐতিহাসিক।

দু’লক্ষ মানুষ পদাতিক
সেই শহিদ মিছিলে।
নেতৃত্বে নেতাজি, ধন্য তোমরা!
বলো কে কে গিয়েছিলে?

জয়তু , যতীন দাস!
সাবাস! সাবাস!