অবতক খবর,মৃন্ময় লাহিড়ী,বীরভূম,১৭ই মে:: আজ সকাল থেকে সিউড়ি বিদ্যাসাগর কলেজে অনলাইনে পরীক্ষার দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় । তাদের দাবি অনলাইন নয় অফলাইনে পরীক্ষা নিতে হবে । এই মর্মে কলেজ অধ্যক্ষকে একটি ছাত্র-ছাত্রীদের তরফ থেকে ডেপুটেশন প্রদান করা হয় । এই বিক্ষোভ দেখানো হল ছাত্র পরিষদের বীরভূম জেলা সভাধিপতি বিক্রমজীৎ সাউ জানান সমস্ত বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা গ্রহণ করেছে।

কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় তরফ থেকে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই আমাদের দাবি অবিলম্বে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা হোক। এদিন সকাল থেকে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। অধ্যাপক সিউড়ি বিদ্যাসাগর কলেজে জানিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশ না এলে আমরা অনলাইনে পরীক্ষা ব্যবস্থা করতে পাবো না ।সে বিষয়ে ছাত্র-ছাত্রীদেরকে ডেপুটেশন দিতে আসার সময় জানিয়েছি তিনি বলেন। সকাল ১১টা অব্দি কলেজ চত্বরে বিক্ষোভ রত ছিল ছাত্র ছাত্রীরা সিউড়ি বিদ্যাসাগর তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট।