অবতক খবর,২৬ জানুয়ারি: অনলাইন নয়,চাই অফলাইন পঠনপাঠন। এই দাবি নিয়েই আজ প্রজাতন্ত্র দিবসে বীজপুর নাগরিক কমিটির উদ্যোগে কাঁচরাপাড়ায় সংঘটিত হলো তাদের মিছিল।

তারা বললেন,”আর নয় শীতঘুম,খুলে দাও ক্লাসরুম/শুরু হোক পড়ালেখা, ক্লাসরুমে হবে দেখা”
এই স্লোগান নিয়েই আজ তারা পথে হাঁটলেন।

তাদের বক্তব্য, শুধু পড়াশোনা অনলাইন কেন? বড় বড় কর্পোরেটদের সুযোগ করে দেওয়ার জন্যই কি অনলাইন চলছে? আমরা তা হতে দেব না। আমরা চাই পঠনপাঠন অফলাইনে হোক। যাতে পড়ুয়ারা আবার ক্লাসরুমে একসাথে পড়াশোনা করতে পারে। যাতে তাদের সহপাঠীদের সঙ্গে দেখা হয় এবং শিক্ষক-শিক্ষিকাদের মুখোমুখি বসে তারা পঠন-পাঠন করতে পারে। যাতে গড়ে ওঠে একে অপরের সঙ্গে মেলবন্ধন। সেই কারণেই আজ আমরা বীজপুর নাগরিক কমিটির পক্ষ থেকে পথে নেমেছি এবং অনলাইন পঠন-পাঠনের বিরোধিতা করছি।