অবতক খবর,২০ নভেম্বর: ইসলাম পুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনন্য নজির গড়লেন গতকাল রাতে বিশেষ চাহিদা সম্পন্ন দুই পুরুষ ও মহিলার বিবাহ সম্পন্ন করালেন। ইসলামপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। তিনি বলেন তাকে এই কাজে সাহায্য করেছে বিজ্ঞান মঞ্চ ও তার স্কুলের শিক্ষিকার। তিনি বলেন, এই মেয়েটি আমাদের স্কুলে পড়াশোনা করত।সে পড়তে পড়তে শিলিগুড়ি চলে যায় এবং কিছুদিন পর শিলিগুড়ি থেকে ফিরে এসে বায়না করে সেই স্কুলে থাকবে।

তাকে একটি ভাড়া বাড়িতে থাকত তার পরিবারের সঙ্গে কথা বলেই সে মেয়েটি একজন প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ছেলের সঙ্গেই তার বিবাহ দেওয়া হয়। বেশ আনন্দ ও ধুমধামের মাধ্যমেই এই বিবাহ সম্পন্ন করা হয়। ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসক মানিক দত্ত এই বিবাহ উপস্থিত ছিলেন। তিনি নবদম্পতিকে আশীর্বাদ করেন তিনি বলেন ইসলাম পুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যথেষ্টই ভালো কাজ করেছেন। আগামী দিনেও তার যদি কোন সাহায্য দরকার হয় তিনি সাহায্য করতে প্রস্তুত বলে জানান। অপরদিকে নবদম্পতি জানান তারা এই বিবাহের খুবই খুশি এবং আনন্দিত।