আদিযুগ হইতে মদ্য চলিয়া আসিতেছে। লকডাউনে মদ্যের দোকান খোলার কারণে বিতর্ক শুরু হইয়াছে।

অদ্যকথা মদ্যকথা
তমাল সাহা

ডিয়ারস!
সাজাও পেগ
লক ডাউন, উইথ চিয়ার্স!
খাদ্য নেই,আছে তো মদ্য!
পদ্য নেই জীবনটাই পুরো গদ্য।

শোনো সুহৃদজন!
কথন অনবদ্য
মদ্যে রাষ্ট্রের রাজস্ব
মদ্যেই কাল অবরুদ্ধ
মদ্যেই জীবন বধ্য!

ঢালো পেগ,সাজাও পেয়ালা
করোনা ড্যান্স,বাজে করুণ বেহালা।
কী আনন্দ আজ,লকডাউন
আমরা আজীবন নীল ডাউন।

দুই মাতাল বেসামাল,বলে
শুনেছি এতোদিন আপ এণ্ড ডাউন।
আমরা তো মাল খেয়ে ফুল ডাউন।
লকডাউন শব্দটা শালা!
বল্ দেখি নাউন, না প্রোনাউন?
না পারলে সোজা নিচে যা
মানে গুদামঘর– গোডাউন।