অবতক খবর,২৫ আগস্ট,জলপাইগুড়ি: অতি ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্ৰাম পঞ্চায়েত।

সোনাতলাহাট এলাকার প্রায় ১৭ টি পরিবার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। জানা যায়, রাস্তার পাশ দিয়ে একটি ড্রেন রয়েছে ওই ড্রেনটি ঠিকমতো পরিষ্কার করা হয়নি, যার ফলে ড্রেন দিয়ে জল নিকাশি ব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে পড়েছে।

বৃষ্টি হলেই ড্রেনের নোংরা জল আশেপাশের বাড়িগুলোতে ঢুকে পড়ছে।
জল ঢুকে পড়েছে স্থানীয় মৃৎশিল্পীর বাড়িতেও।

যারফলে প্রতিমা তৈরির কাজে সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকেও। এমনকি রান্নাঘরে জল ঢুকে পড়ায় রান্না করতে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফের বৃষ্টি হতে পারে।

আর ফের বৃষ্টি হলে সমস্যা আরো বাড়বে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।
সেখানকার স্থানীয় বাসিন্দারা জানান,এর আগেও বেশ কয়েক বার জলমগ্ন হয়ে পড়েছিল অল্প বৃষ্টি হলেও জল জমে যায় বাড়ির চারপাশে এমনকি ঘরেও জল ঢুকে পড়ে। এর আগে বেশ কয়েকবার প্রধান পঞ্চায়েত প্রধানকে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেননি ।

ওই বিষয় নিয়ে আজ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানানো হলে তিনি বলেন,এই বিষয়টি নিয়ে তিনি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন।
অতি দ্রুত ওই সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি।