অবতক খবর,২০ জুলাই,অভিষেক দাস, মালদা: বর্ষার মরশুম মালদার গঙ্গার ফেরিঘাট গুলিতে নৌপথে যাত্রী সুরক্ষা নিয়ে বৈঠক করেছিল জেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের সেই বৈঠকই কার্যত উপেক্ষা করে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাত্রী নিয়ে নৌ-চলাচল করা হচ্ছে গঙ্গার ফেরিঘাটে বলে উঠেছে।

এমনকি বিভিন্ন জলযানে কোনরকম লাইফ জ্যাকেট ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ। কালিয়াচক ২ ব্লকের পঞ্চানন্দপুর গঙ্গার ফেরিঘাটে নৌ পথে যাত্রী পারাপার করা নিয়েই বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে‌ । গঙ্গা নদীর ওপারে রয়েছে ঝাড়খন্ড রাজ্য। প্রতিদিনই পঞ্চানন্দপুর এলাকা থেকে কয়েকশ মানুষ নৌ-পথে চলাচল করে ‌ । কিন্তু যাত্রীদের নিরাপত্তার নির্দেশ কার্যত উপেক্ষা করেই নৌ চলাচল করছে পঞ্চানন্দপুর গঙ্গার ঘাটে বলে অভিযোগ উঠেছে।

এই বিষয়টি জানতে পেরে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।