অঙ্কন শিল্প প্রসারে ভ্রাম্যমান সাইকেল র্্যালি এবং কল্যাণী কুলিয়া পাট অঞ্চলে চিত্র কর্মশালা

অবতক খবর,৪ ডিসেম্বর: কাঁচরাপাড়া সতীশ নন্দী রোডস্থিত কবরস্থান ময়দান সংলগ্ন যে চিত্র কর্মশালা যেখানে অঙ্কন শিক্ষা দেওয়া হয় প্রজন্মকে গড়ে তোলার জন্য, একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরীর প্রচেষ্টা করছে চিত্রালয় নামক অংকন সংস্থা। তারা এই শিল্পের প্রসারের জন্য এবং জনগণের মধ্যে চেতনা জাগানোর উদ্দেশ্যে একটা ভ্রাম্যমান র্্যালির আয়োজন করল আজ সকালে।

সেই র্্যালিতে প্রায় ৭০ জন অঙ্কন শিল্পী এবং প্রশিক্ষণরত যে নতুন প্রজন্ম তারা অংশগ্রহণ করে। এই র্্যালি আঞ্চলিক ঐতিহ্যপূর্ণ স্থান কুলিয়া পাট অঞ্চলে তাদের কর্মশালার আয়োজন করে। বাস্তব পরিবেশ, প্রকৃতি চেনার মধ্য দিয়ে যাতে নতুন প্রজন্মের দৃষ্টি প্রসারিত হয়, প্রকৃতিকে দেখার একটা আকাঙ্ক্ষা জাগে, তার উপর ভিত্তি করে তারা নিজস্ব সৃজনশৈলীর পরিচয় দেবে। সেখানে বসে তারা চিত্র আঁকবে। এটি একটি শুভ উদ্যোগ। এই কর্মশালা এর আগেও হয়েছে। এবার তারা নতুনভাবে নতুন প্রক্রিয়ায় তা শুরু করেছে।