অবতক খবর,১৬ জুন: “অগ্নিবীর যোজনা”, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেছেন ৪ বছরের জন্য সেনায় নিয়োগ করা হবে। তার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় যে সমস্ত যুবকরা সেনাবাহিনীতে কাজের জন্য সমস্ত রকম প্রস্তুতি তৈরি করেছিলেন। তারা আজ টায়ার জালিয়ে প্রতিবাদ জানালো ভাটপাড়ার আর্যসমাজ মোড়ে। তাদের দাবি তারা প্রস্তুতি নিতেই অনেক সময় লেগে যায় তারপর ট্রেনিং হয় দু বছরের।তাদের দাবি, এই স্বল্প সময়ের জন্য তারা চাকরি নিয়ে কী করবেন।

সুতরাং এই আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে। তাই আজ কেন্দ্রের এই আইনের বিরোধীতা করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো চাকরিপ্রার্থীরা। তাদের দাবি চার বছরের জন্য নয় ন্যূনতম ১৫ বছরের জন্য তাদের কাজের ব্যবস্থা করতে হবে ।

যে সমস্ত যুবকরা সেনাবাহিনীর যাবার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারা আজ জাতীয় পতাকা নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তাই ঘটনাস্থলে এসে পৌছায় ভাটপাড়ার থানার পুলিশ।