অবতক খবর,২১ ফেব্রুয়ারি,মালদা,সানু ইসলামঃ সংবাদ মাধ্যমের খবরে জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি কর্মকর্তারা।এদিন বিকেলে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি পক্ষ থেকে পলিথিন,মাদুর,স্টোভ,হাইজিন কিট,বালতি,মুশারি, বাসনপত্র ইত্যাদি সামগ্রী আনিসুর রহমানের পরিবার হাতে তুলে দেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সম্পাদক পার্থ চক্রবর্তী,সদস্য দীপঙ্কর রক্ষিত,অসীম মজুমদার সহ বিশিষ্টজনেরা।

উল্লেখ্য গত শনিবার দিন চাঁচল গ্রাম পঞ্চায়েতের রানিকামাত গ্রামের পশ্চিমপাড়া এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আনিসুরের বাড়ি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই গ্রামবাসীরা আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়েন।তাঁর বাড়ির ছাদে রয়েছে একটি কাঁচা চিলেকোঠা ঘর। সেই ঘর থেকেই আগুন ছড়ায়। সেইসময় বাড়ির প্রত্যেকে ঘুমিয়ে ছিল। হঠাৎ ধোঁয়া দেখতে পায় বাড়ির লোকজন। পরিস্থিতি ভয়াবহ দেখে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ধান, চাল, সর্ষে সহ যাবতীয় সামগ্রী পুড়ে যায়।