অবতক খবর,১৭ মার্চঃ অখিলেশ যাদব কলকাতায় আসা নিয়ে বারাসতে কটাক্ষ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রের। তিনি অখিলেশ যাদবের কলকাতা আসা নিয়ে মন্তব্য,রাজ্যে গত বিধানসভা নির্বাচনের আগে যখন উত্তরপ্রদেশের নির্বাচন হয়,ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন অখিলেশ যাদব কে জেতানোর জন্য,সমাজবাদী পার্টিকে ক্ষমতায় আনার জন্য তিনি দায়িত্ব নিয়েছিলেন,তার পরিনতি দেখেছেন।উত্তর প্রদেশের মানুষ ঝেটিয়ে বিদায় করেছেন এই অখিলেশ যাদব সহ মমতা বন্দ্যোপাধ্যায় কে।তার প্রতিদান দেওয়ার জন্যই আজ কলকাতায় এসেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যেভাবে চুরির দুর্নীতিতে ভেসে গেছে, তাই তাকে বাঁচানোর জন্য সব চোরেরা আজ এক হয়েছে।সুতরাং ওসব করে কোন লাভ হবে না,পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে এই চোরেদের তিহার জেলে পাঠাবে।তাই অখিলেশ কেন সব চোরেরা এক হয়েও কিছু করতে পারবে না,মোদি জি কথা,নিজে খাবে না, কাউকে খেতে দেবে না।তাই যতই মহাজোট করুক ভারতবর্ষের মানুষ আগামী দিনে এই চোরেদের তিহার জেলে পাঠাবে।