অক্সিজেনের ধর্ম আছে / তমাল সাহা

অক্সিজেনের ধর্ম আছে
তমাল সাহা

অক্সিজেনের প্রতীক ‘ও’।
অক্সিজেন দ্বিপারমাণবিক গ্যাস–
এর সংকেত ‘ও-টু’।

একটি টেস্টটিউবে চার ভাগ পটাশিয়াম ক্লোরেট এবং একভাগ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ভালো করে মিশিয়ে ২০০ থেকে ২৪০ ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করে জলের নিম্ন অপসারণ দ্বারা অক্সিজেন সংগ্রহ করা হয়।

বিজ্ঞানের ছেলেদের কাছে এসব জলভাত।
তাদের কাছে এসব জ্ঞান দেওয়া অপরাধ!

ধর্ম বর্জন করা উচিত—
অক্সিজেনের ধর্ম আছে।

বিপ্লবীরা যতই আগুনখোর হোন
অক্সিজেন শূন্যস্থানে বারবার দেশলাই ঠুকলেও দাবানল তো দূরের কথা স্ফুলিঙ্গও তৈরি করতে পারবেন না অর্থাৎ অক্সিজেন ছাড়া কোনো আগ্নেয় বিপ্লব সম্ভব নয়।

অক্সিজেনের মূল ধর্ম শ্বাস-প্রশ্বাসে সাহায্য করা।
সে তখন ধর্ম বিচার করে না—
হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন যে কোনো নাকেই সহজে ঢুকে পড়ে।

যারা বলেন ধর্ম বাজে জিনিস, তারা ভুল বলেন।
অক্সিজেনের এই ধর্ম মানে বাছবিচার না করে মানুষের নাকে ঢুকে পড়ার অবাধ অধিকার,
আর এটা আছে বলেই মানুষ বেঁচে আছে।

পুনঃ, অক্সিজেন যারা নির্মাণ করেন
তারা যে কোন ধর্মের মানুষ হতে পারেন।
অক্সিজেনের সে ক্ষেত্রে
কোনো ধর্মবোধ বা আপত্তি নেই।

মানুষকে অক্সিজেন সরবরাহ করবো–
এটাই তার মূল ধর্ম।

সুতরাং ধর্ম দীর্ঘজীবী হোক!