৭ মার্চঃ ঐতিহাসিক ভাষণ
তমাল সাহা

বঙ্গোপসাগর ঘিরে ফুঁসে উঠেছে ঢেউ
উথাল পাথাল এপারে ওপারে
জলের খেলা দেখেছি দুর্ধর্ষ প্রহরে

আজ এই বসন্ত প্রহরে
আরক্ত ফুল খোঁপায় বেঁধেছে কৃষ্ণচূড়া পলাশ
নুন খাওয়া হাওয়া তেজবান
সন্দেশখালি ঘিরে মায়েদের কী দুর্জয় উল্লাস!
হাতে ঝাঁটা লাঠি দা বল্লম উত্তুঙ্গ বাঁশ

আজ মনে পড়ে
সাত মার্চ রেসকোর্স ময়দান জনসমুদ্র
তুমি বলেছিলে সোচ্চারে
প্রস্তুত হও দেশি অস্ত্র হাতে
মজুদ রয়েছে ঘরে ঘরে
তুমি বলেছ, জনতাই অস্ত্র,
যতই থাকুক শাসকের হাতে আগ্নেয়াস্ত্র

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো
তোমাদের যা কিছু আছে
তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে
যখন রক্ত দিয়েছি আরো রক্ত দেব
আমাদের দাবায় রাখতে পারবা না

দুনিয়ায় মানুষের চেয়ে বড় কেউ নেই,
বড় কিছু না!