অবতক খবর,২৫ নভেম্বর: কোর্টের নির্দেশে ৭২ ঘন্টা আন্দোলনের পর ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা জানায় তাদের দাবি না মানা হলে, পরবর্তীতে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে।

২০১৬ সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, কোর্টের নির্দেশে করুণাময়ী এর কাছে ৭২ ঘণ্টার অবস্থান বিক্ষোভ করে। আন্দোলন চলাকালীন তাদের বিক্ষোভ মঞ্চে উপস্থিত হয় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। কোর্টের নির্দেশমতো শনিবার দুপুর একটা সময় অবস্থান বিক্ষোভ শেষ করার কথা। সেই মতো তারা অবস্থান বিক্ষোভ শেষ করে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে তাদেরকে জায়গা ফাঁকা করে দিতে বলা হয়। সেই মতো তারা, করুণাময়ীর কাছে তাদের একটানা ৭২ ঘন্টা চলা আন্দোলন শেষ করে।