অবতক খবর,৬ এপ্রিলঃ ৬ই এপ্রিল দলের প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালন করা হল মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন দুপুরে বহরমপুরে বিজেপির জেলা কার্যালয়ে সমবেত হন জেলা বিজেপি নেতৃত্ব সহ বহরমপুর টাউন বিজেপির নেতা, কর্মী ও সমর্থকরা।
সেখানে পতাকা উত্তোলনের পাশাপাশি ড: শ্যামা প্রসাদ মুখার্জি, অটল বিহারি বাজপেয়ী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এই দিনটিকে পালন করা হয়। পাশাপাশি দলের ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পথ চলতি জনসাধারণের মধ্যে লাড্ডুও বিতরণ করেন দলের কর্মীরা। অন্যদিকে এদিন বিকেলে জেলা বিজেপি কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব।