অবতক খবর,১৩ জানুয়ারি: দোড়গোড়ায় ২০২৪-এর লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের জন্য ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এদিকে কোমড় বেঁধে মাঠে নেমেছে তৃণমূল। বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। এরই মধ্যে ৪২টি লোকসভা কেন্দ্রের তৃণমূলের সম্ভাব্য একটি তালিকা পাওয়া গিয়েছে।

একনজরে দেখে নিন সেই তালিকা –

কুনাল ঘোষ,সায়নী ঘোষ, মিমি চক্রবর্তী,পরেশ অধিকারী,অমর সিং রাই,রাজীব ব্যানার্জী, মানস ভূঁইয়া,কানাইলাল আগরওয়াল,বিপ্লব মিত্র, মৌসুম নূর,সাবিনা ইয়াসমিন, খলিলুর রহমান,অপূর্ব সরকার,আবু তাহের খান, মহুয়া মৈত্র,তাপস মন্ডল,মমতাবালা ঠাকুর, অর্জুন সিং,সৌগত রায়,কাকলি ঘোষ দস্তিদার, হুমায়ূন কবির,সুদীপ বন্দ্যোপাধ্যায়,মালা রায়,রাজ চক্রবর্তী, অভিষেক বন্দ্যোপাধ্যায়,চৌধুরী মোহন জাতুয়া,প্রতিমা মন্ডল, প্রসূন বন্দ্যোপাধ্যায়,সাজদা আহমেদ,রত্না দে নাগ,কল্যাণ বন্দ্যোপাধ্যায়,উত্তম বারিক,অপরূপা পোদ্দার,দীপক অধিকারী (দেব), সৌমেন মহাপাত্র,সায়ন্তিকা ব্যানার্জী, বিরবাহা হাঁসদা,ডাঃ মৃগাঙ্ক মাহাতো,সুজাতা মন্ডল,শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়,অসীত মাল,সুনীল মন্ডল।