অবতক খবর,২০ জানুয়ারি: আজ ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে মার্কিন পার্লামেন্টের অভ্যন্তরে ক্যাপিটল রোটুন্ডা হলে। আজ শপথ গ্রহণের পর দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ আমেরিকার রাজনীতিতে একবার হোয়াইট হাউস ছেড়ে গেলে চার বছর পর ফিরে আসা প্রায় অসম্ভব বলে মনে করা হয়।
তবে এই ধারণা পাল্টে আজ আবারও শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প। আবারও আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রাক্তন প্রেসিডেন্টের রেকর্ডের সমান হবেন তিনি।
ট্রাম্পের আগে, গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৫ থেকে ১৮৮৯ এবং ১৮৯৩ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।এখন তার পর আবারও ক্ষমতায় ফিরে একই কাজ করতে যাচ্ছেন ট্রাম্প। উল্লেখ্য, এর আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প।
আজ আমেরিকায় দুপুর ১২টায় এবং ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস। মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান এবার ইন্ডোরে অনুষ্ঠিত হচ্ছে। দেশে ভয়ানক ঠান্ডার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হলো।