অবতক খবর,১ মার্চ:  নববারাকপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রধান কেন্দ্র কলোনী বয়েজ হাইস্কুল।সেন্টার সেক্রেটারি আবতক চ্যানেলের মুখোমুখি হয়ে জানান উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ৩ মার্চ সোমবার। চলবে ১৮ মার্চ পর্যন্ত। এবছরও নববারাকপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রধান কেন্দ্র কলোনী বয়েজ হাইস্কুল। সেন্টার সেক্রেটারি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ সমাদ্দার।

জেলা উপদেষ্টা কমিটির সদস্য লেনিনগড় শিক্ষা নিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়।সেন্টার সেক্রেটারি সৌরভ সমাদ্দার জানান, নববারাকপুরে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ৭৫৪ জন। ছাত্র সংখ্যা ৩৮২ এবং ছাত্রী ৩৭২ জন। এবছরও ভালো ভাবে পরীক্ষা সম্পন্ন হবে।

ছাত্র ছাত্রীদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। অন্যান্য উপ পরীক্ষা কেন্দ্রগুলি হল নববারাকপুর কলোনী গার্লস হাইস্কুল, কোদালিয়া আগাপুর হাই স্কুল, এবং আহারামপুর সাহারা বয়েজ হাই স্কুল। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১৮৬ জন। গত বছর থেকে এবছর নববারাকপুরে পরীক্ষার্থীর সংখ্যা সামান্য কমে ৭৫৪ জন।