অবতক খবর,১৭ জানুয়ারি: ফের অবৈধভাবে ভারতে প্রবেশ এর কারণে ৩ বাংলাদেশি সহ একজন দালালকে গ্রেফতার করল নদীয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে হাঁসখালি থানার পুলিশ ৩ বাংলাদেশি সহ ১ ভারতীয় দালালকে গ্রেফতার করেছে।

৩ বাংলাদেশির মধ্যে একজন মহিলা ও ২ জন পুরুষ। ধৃত বাংলাদেশি দের নাম, মহঃ অভি মিঞা, মোঃ সুজ্জ্বল মিঞা, তানিয়া আখতার। ধৃতদের বাড়ী বাংলাদেশের ঘনীগলা, দক্ষিণ মনোহরপুর, এবং আক্তারইল্লা এলাকায়। এদের মধ্যে এক ভারতীয় দালাল যার নাম শরিফুল মন্ডল, বাড়ী হাঁসখালি থানার রামনগর খিদিরপুর পাড়ায়। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আজ আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ।