অবতক খবর,২৪ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান: মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সারা রাজ্যের সঙ্গে আজ মন্তেশ্বর ব্লকেও ৩৭টি প্রকল্পের পরিষেবা নিয়ে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন এলাকায় এই দুয়ারের সরকার শিবির অনুষ্ঠিত হয়।

বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক ও উপপ্রধান সব্যসাচী দাঁ জানান আজকের বাঘাসন পঞ্চায়েতের উদ্যোগে এই নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে খাঁপুর, বেগুনপুর , হোসেনপুর , ঘোড়াডাঙ্গা, তারাশুশনা, সহ বাঘাসন পঞ্চায়েতের ২০টা থেকে ২২টা গ্রামের মানুষজন লক্ষীর ভান্ডার, পাট্টার আবেদন, জয় জোহার,, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, খাদ্যসাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড, হেলথ চেকআপ ক্যাম্প, সহ ৩৭টি প্রকল্পের সুবিধা পায়।

এই দুয়ারে সরকার শিবিরে, শিল্পীদের দুয়ারে সরকার নিয়ে গান করতেও দেখা যায়।আজ এই দুয়ারে সরকার পরিদর্শনে আসেন বিডিও সঞ্জয় দাস জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার প্রতি, ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, এই পঞ্চায়েতের দায়িত্ব থাকা ব্লক নোডাল অফিসার ষষ্ঠীগোপাল প্রধান সহ ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা । প্রথম দিনে মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দুয়ারে সরকার শিবিরে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে আসা সাধারণ মানুষের ভিড় দেখা যায় চোখে পড়ার মত।

জানা যায় লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী প্রকল্পের ভিড় দেখা যায় বেশী। বিডিও সঞ্জয় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, আইসি বিপ্লব কুমার পতি এই দুয়ারের সরকার শিবিরে পরিদর্শনে এসে দুয়ারের সরকার শিবিরের ৩৭টি প্রকল্পের টেবিল গুলি ঘুরে ঘুরে দেখেন যাতে মানুষজন সঠিক পরিষেবা পায় । এই দুয়ারের সরকার শিবিরের পরিষেবা, পরিকাঠামো, দেখে বিভিন্ন প্রকল্পেরপরিষেবা নিতে আসা সাধারণ মানুষজনও খুশি বলে জানা যায়।