অবতক খবর :: ইসলামপুর :: ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি যাবার সময় ৩০ হাজার টাকা ছিনতাই করে পালাল দুই দুস্কৃতি। ঘটনাটি ইসলামপুর থানার চামারটুলি গ্রামে ৩১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ইসলামপুর থানার গুঞ্জরিয়ার বাসিন্দা আলাউদ্দিন নামে এক ব্যাক্তি গুঞ্জরিয়া ব্যাঙ্ক থেকে ৩০ হাজার টাকা তোলেন। সেই টাকা নিয়ে স্থানীয় একটি দোকানে বাজার করেন। বাড়ি যাবার সময় তার সামনে বেশ কিছু টাকা ছিটিয়ে দেয়। মোটরবাইকে আসা দুই দুস্কৃতি তাকে সেই টাকা পড়ে গেছে বলে জানায়। আলাউদ্দিন মাটিতে পড়ে থাকা টাকা তুলতে গেলে পেছন থেকে তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়।এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইসলামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়। পুলিশী তদন্ত শুরু হয়েছে।