অবতক খবর,১৩ ফেব্রুয়ারী,মালদা :- ৩০ লক্ষ টাকার মাদক সহ মালদা পুলিশের জালে মহিলা। কলকাতা এসটিএফ সূত্রে তথ্য পেয়ে যৌথ অভিযানে মালদার ক্রাইম মনিটরিং গ্রুপ এবং ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ববিতা মন্ডল কালিয়াচক থানার জালুয়াবাধালের জে বি মল্লিকপাড়া এলাকার বাসিন্দা।

বছর ৩৫-এর ওই মহিলার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৩১০ গ্রাম ব্রাউন সুগার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে ওই মহিলা কালিয়াচকের জালালপুরের অন্য এক মহিলার কাছ থেকে ওই ব্রাউন সুগার সংগ্রহ করেন। এরপর ওই মাদক শিলিগুড়ির চম্পাসারিতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর উদ্দেশ্য ছিল। ধৃত মহিলা মাদক কারবার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিশ। ওই মহিলাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।