অবতক খবর,২২ জুলাইঃ নাকা চেকিং এর সময় দুজন সশস্ত্র দুষ্কৃতিকে গ্রেপ্তার করল খেজুরি থানার পুলিশ। খেজুরিতে নাকা চেকিং এর সময় দুজন কুখ্যাত দুষ্কৃতিকে আটক করে খেজুরি থানার পুলিশ, পরে তাদের গ্রেপ্তার করে খেজুরী থানার পুলিশ। অভিযুক্ত সহদেব বেরা নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর এ বাড়ি। অপর অভিযুক্ত খেজুরির শেরখানচকে বাড়ি। অভিযুক্ত দুজনকে অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত সহদেব বেরা আগেও একবার গ্রেপ্তার হয়। জামিনে ছাড়া পায়। আবারো আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার হলো খেজুরি থানার পুলিশের হাতে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
তৃণমূলের দাবি, ধৃতরা বিজেপির সক্রিয় দুষ্কৃতী, গতকাল বিজেপি কর্মীরা খেজুরি ২ ব্লকের বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে এসেছিল বিজেপি দুষ্কৃতী নিয়ে। অভিযোগ অস্বীকার বিজেপির। ধৃতদের আজ সকালে জনকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার পর কাঁথি মহাকুমা আদালতে পাঠানো হয়।