অবতক খবর,১৮ মার্চ: তুই বলে কথা বলাকে কেন্দ্র করে গন্ডগোল,এক পক্ষ আরেক পক্ষের উপর চড়াও হয়ে লাঠি সোটা নিয়ে মারধর করার অভিযোগ, ঘটনায় জখম ৪।ঘটনায় সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সামশেরগঞ্জের লস্করপুর গ্রামে।
জানাজায় লস্করপুর গ্রামের এক দোকানে ২বছরের শিশু কিছু কিনতে গিয়ে তুই বলে দোকানদারের সঙ্গে কথা বলায়, দোকানদার চড়াও হয় ওই শিশু’কে এক ধাপ্পার মারে, পরে ওই শিশুর পরিবারের সদস্যরা প্রতিবাদ করায়, ওই শিশুর পরিবারের প্রায় ৫জনকে লাঠি সোটা নিয়ে বেধড়ক মারধর করে দোকানদার পক্ষ।
জখম অবস্থায় তাদের উদ্ধার করে অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।ইতিমধ্যে সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখতে সামশেরগঞ্জ থানার পুলিস।এদিকে দুই বছর বয়সের শিশুর কে থাপ্পড় মারা ও পরিবারের সদস্যদের বেধড়ক মারধরে নিন্দার ঝড় সামশেরগঞ্জ জুড়ে।