অবতক খবর,৯ জানুয়ারি: অবশেষে সর্বসম্মতিক্রমে সম্পূর্ণ হলো মুর্শিদাবাদের দেউলে, দেউলেশ্বর মন্দিরের ভিত্তি স্থাপন একদিকে যখন ওপার বাংলায় আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু থেকে দেবালয়।উদ্বেগের খবর আসছে একের পর এক। সেই সময় এপার বাংলার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বড়ঞার দেউলে ৫০০ বছরের পুরনো হারিয়ে যাওয়া মন্দির পুনর নির্মাণের লক্ষ্যে নতুন করে ভিত্তিস্থাপন করল বড়ঞা ব্লকের সনাতনীরা।
সনাতন ধর্ম বলিদের এই জায়গা ইসলামিক ধর্মের মানুষের দখলে চলে যাওয়ায় প্রথম দিকে সমস্যায় পড়তে হলেও এলাকার হিন্দু ভাইদের ডাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার অনন্য রূপ দেখালেন মুর্শিদাবাদের মুসলিম পরিবারের সন্তান মাহে আলম ও বড়ঞা থানার প্রশাসন, যৌথ উদ্যোগে অবশেষে সূচনা হচ্ছে দেউলেশ্বর মন্দিরের মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের উপর পচ্ছিপাড়া মৌজার মধ্য অবস্থিত এই ধ্বংসস্তূপ আগে ছিল বিশালাকার মন্দির যার নাম দেউল অর্থাৎ দেবালয় তবে কালের ন্যায়ে পড়ে বর্তমানে তা অস্তিত্ব হারাই এ খবর আমরা আগেই দেখিয়েছি এবার সেই মন্দিরেরই ভিত্তিস্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার দিন ভোরব্যপী সকালে পুরোহিত ঢাক দ্বারা পূজো দিয়ে সনাতন ধর্মের সমস্ত রীতিনীতি মেনে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়।
পরে বিকেলে আশেপাশে গ্রামের বাসিন্দাদের একত্রিত করে একে আলোচনা সভার মাধ্যমে রেজুলেশন দ্বারা কমিটি গঠন করা হয়। আশেপাশে গ্রামের বাসিন্দাদের সম্মতিক্রমে মন্দির কমিটির সভাপতি করা হয় মুসলিম নেতা মাহে আলম কেই । বুধবার এই দেউলেশ্বর মন্দিরের ভিত্তি স্থাপন ও কমিটি গঠনের প্রথম বৈঠক আয়োজিত হলো এই মন্দিরে । চতুর দিকে যখন মানুষে মানুষে ভেদাভেদ তৈরীর চক্রান্ত চলছে ঠিক সেই সময়ই সবার উপরে যে মানুষ সত্য সেই বার্তায় নিজের জীবনের পদক্ষেপ দিয়ে বুঝিয়ে দিলেন বড়ঞার বাসিন্দারা মন্দির কমিটিদের এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে অনুষ্ঠিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বড়ঞা থানার পুলিশ প্রশাসন।