অবতক খবর,৯ জানুয়ারি: পাচারের চেষ্টা ব্যর্থ করলেন ময়নাগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার একটি কন্টেইনার বোঝাই গাড়িকে আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ। উদ্ধার হয় ২৭টি মহিষ। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তিন জনকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ময়নাগুড়ি হুসলুরডাঙ্গা এলাকায় হরিয়ানা নাম্বারের একটি কন্টেইনার আটক করে পুলিশ। বিহার থেকে মহিষ বোঝাই একটি কন্টেইনার আসামের দিকে যাচ্ছিলেন। জেলা পুলিশের নির্দেশে ও ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে পুলিশ হুসলুডাঙ্গা সংলগ্ন এলাকায় গাড়ি টিকে আটক করেন।

কন্টেইনারে ২৭ টি মহিষ উদ্ধার করা হয়। মহিষ নিয়ে যাওয়ার কোনো বৈধ কাগজ না থাকায় একটি গাড়ির সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত তিনজনকে আদালতে পাঠায় পুলিশ।