অবতক খবর,২৫ অক্টোবর: কল্যাণীর বিখ্যাত আইটিআই লুমিনাস ক্লাবের বিখ্যাত পুজো এবার সাড়া ফেলে দিয়েছে। এবার প্রচুর ভিড় টেনেছে কল্যাণী। বিশেষতঃ কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো নিয়ে উন্মাদনা ছিল চরমে। এবছর প্রথমবারের মতো পুজো কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে নদিয়ার কল্যাণীতে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার, ২৬ অক্টোবর কার্নিভালটি হবে।
এবারে মণ্ডপ করা হয়েছে চিনের ম্যাকাউ ‘গ্র্যান্ড লিসবোয়া’র আদলে। প্রতিমা সুসজ্জিত হয়েছে ৬৫ কেজি সোনা ও হিরের অলঙ্কার দিয়ে। পুজোর বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা।শিয়ালদহ থেকে কল্যাণীগামী ট্রেনে থিকথিক ভিড় দেখা গিয়েছে এবার। লুমিনাস ক্লাবের পুজোটি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের কাছে। ভিড়ের চাপে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কোনও ট্রেন দাঁড়ায়নি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে।
জানা গেছে, আগামীকাল অর্থাৎ ২৬শে অক্টোবর কার্নিভাল এর জন্য দুপুর দুটো থেকে রাত এগারোটা পর্যন্ত দর্শকদের জন্য মন্ডপ পুরোপুরি বন্ধ থাকবে,এমনই জানিয়েছেন মূল কর্ণধার টিঙ্কু মুখার্জী।