অবতক খবর,২৩ অক্টোবর: সাইক্লোন দানার কথা মাথায় রেখে শিয়ালদা অর্থাৎ পূর্ব রেলওয়ে ডিভিশন সিদ্ধান্ত নিয়েছে। ২৪ তারিখ অর্থাৎ আগামীকাল রাত আটটার পর শিয়ালদা থেকে কোন লোকাল ট্রেন ছেড়ে যাবে না। নামখানা বা হাসনাবাদ শাখা থেকে সন্ধ্যে সাতটার পরে ওখান থেকে শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে আসবে না।
যখন আমরা সবাই আশা করছি ডানা ল্যান্ড করবে যাতে ট্রাকের মধ্যে কোন ট্রেন না থাকে মানুষের সেফটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই কথা বিবেচনা করেই এই ভাবনাচিন্তা নেয়া হয়েছে। সেই জন্যই রাত আটটার পর কোন লোকাল ট্রেন ছাড়বে না। কারণ যাতে রাত নটার মধ্যে গন্তব্য স্থলে সমস্ত ট্রেন পৌঁছে যেতে পারে। *২৪ তারিখ রাত আটটা থেকে ২৫ তারিখ সকাল ১০ টা পর্যন্ত কোন ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে না।