অবতক খবর :: বহরমপুর :: গতকাল বিকেল নাগাদ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলের হাত পা বেঁধে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল বাবা ও ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত যুবকের নাম প্রকাশ হালদার বাড়ি রঘুনাথগঞ্জ থানার দফরপুর গ্রামে পঞ্চায়েতের হালদারপাড়া। মৃত প্রকাশ হালদার এর বাবা লালটু হালদার ও ভাই বাসু হালদার কে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর প্রকাশ হালদার প্রতিদিনই পরিবারের লোকজনের সঙ্গে মদ্যপ অবস্থায় অশান্তি করতো। মদের টাকা না দিলে পরিবারের সকলকে মারধর করত বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করতে না পেরে বাবা লালটু হালদার ও ভাই বাসু হালদার প্রকাশের হাত পা দড়ি দিয়ে বেঁধে গঙ্গায় ফেলে দেয় বলে অভিযোগ। অভিযুক্ত লালটু হালদার ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
অভিযুক্ত বাসু হালদার পলাতক বলে জানা গেছে। ২৪ ঘন্টা কেটে যাওয়ার পর প্রকাশ হালদার এর মৃতদেহ ভেসে ওঠে গঙ্গায়, খবর দেয়া হয় রঘুনাথগঞ্জ থানা পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।









