অবতক খবর,১৫ অক্টোবর: শুক্রবার পারিবারিক অশান্তির জেরে জামাইবাবুর হাতে খুন হয়েছিল শালা সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের খুনের ঘটনা ঘটলো টিটাগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে বাঁশ বাগান এলাকার ওরন পাড়ায়। মৃত যুবকের নাম মোঃ আব্দুল জানাযায় নিজের বাড়ির পাশেই একটি টোটোর মধ্যে দুপুর বেলা শুয়ে ছিল সেই সময় তারই পরিচিত বন্ধু চুরুয়া মুন্না নামে এক যুবক এসে তাকে স্ক্রু ড্রাইভার দিয়ে কোপাতে শুরু করে।
তারপর সেখান থেকে সে চম্পট দেয় রক্তাক্ত অবস্থায় মোঃ আব্দুল ওরফে বুল্লা ডাকে বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।