অবতক খবর,১৪ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:  মন্তেশ্বর ব্লকের বাঘাসন গ্রাম পঞ্চায়েতের খাঁপুর নেতাজি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো নেতাজি কাপ ফুটবল প্রতিযোগিতা । মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। বর্ধমান জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্তের ৮ টি দল নিয়ে ১৩ই নভেম্বর থেকে শুরু হওয়া দুই মাস ব্যাপী নক আউট ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। খেলার উদ্যোক্তারা গঙ্গাধর মন্ডল, দীপঙ্কর ঘোষ, প্রসেনজিৎ অধিকারী, বিশ্বজিৎ মন্ডলরা জানান এই ফুটবল খেলাটি দুই মাস ব্যাপী চলার পর শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । এবং এই নকআউট ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলায় মুখোমুখি হয় মন্তেশ্বর ব্লকের পাতুন মিলন বীথি সংঘ বনাম বর্ধমান বীরপুর নেতাজি সংঘ । ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্ধে খেলায় কোন দলই গোল করতে পারে নাই । খেলার দ্বিতীয়ার্ধে বর্ধমান বীরপুর নেতাজি সংঘ , পাতুন মিলন বীথি সংঘের বিরূদ্ধে দুইটি গোল করে।

অপরপক্ষ পাতুন মিলন বিথী সংঘ খেলায় কোন গোল করতে পারে নাই। বর্ধমান বিরপুর নেতাজী সংঘ, খেলায় পাতুন মিলন বিথী সংঘকে ২-০ গোলে হারিয়ে বর্ধমান বীরপুর নেতাজী সংঘ খেলায় চ্যাম্পিয়ন হয় । খেলায় ম্যান অফ দা ম্যাচের সেরা হয়েছে বর্ধমান বীরপূর নেতাজী সংঘের চ্যাম্পিয়ন দলের জোসেফ হাসদা। ম্যান অফ দা সিরিজের সেরা হয়েছে বর্ধমান বীরপুর চ্যাম্পিয়ান দলের অমর সাউ।এই খেলার মাঠে উপস্থিত ছিলেন, কলিকাতার মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি , আলম্পিকের অ্যাথোলেটিক অর্জুন পুরষ্কার প্রাপ্ত সোমা বিশ্বাস , চিত্র নায়িকা তোরত্রী চাটাজি,মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের শেখ, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র সহ এলাকার বিশিষ্ট জনেরা। উদ্যোক্তারা আরও জানান এই মাঠে এ বছর নক আউট ফুটবল প্রতিযোগিতা ২৩তম বছরে পদার্পণ করল।খেলার মাঠে খেলা দেখার দর্শক হয়েছিল মহিলা সহ কয়েক হাজার।

খেলার প্রধান উদ্যোক্তারা মোহন বাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটাজী ও আলম্পিক চ্যাম্পিয়ান সোমা বিশ্বাস।