অবতক খবর,৪ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: বিদ্যাদেবীর আরাধনা তথা সরস্বতী পূজা, স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগে সরস্বতী পূজার আরাধনায় মেতে উঠেছে শিক্ষার্থীরা ।

তবে মন্তেশ্বরের পুড়শুড়ি গ্রামে গজকালীতলার মাঠে সুব্রত স্মৃতি সংঘের ৫০ তম বর্ষের ২২ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে পূজা আরাধনা করে এলাকায় নজির সৃষ্টি করে বলে জানা যায়। সরস্বতী প্রতিমা পূজা উদ্যোক্তাদের পক্ষে সৌম্যদীপ গন, অক্ষয় মল্লিক, শুভজিৎ কুন্ডু, তুফান কর্মকাররা জানান মন্তেশ্বর ব্লক জুড়ে হাজারেরও বেশি ইস্কুল ,কলেজ ,ক্লাব , বাড়ির সরস্বতী প্রতিমা পূজা হলেও এটি মন্তেশ্বর এলাকার প্রথম সার্বজনীন সরস্বতী পূজা। এই পূজা এই বছর ৫০ তম বছরের পদার্পণ করে।

বিগত কয়েক বছর ৮থেকে ১০ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে পূজা আরাধনা করা হত। তাই এই বছর ৫০ তম বছরে পূজা পদার্পণ করে থাকে বলে সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে ২২ ফুটের সরস্বতী প্রতিমা তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়। এই পূজার খরচ হিসাবে গ্রামের ৮০ জন স্বেচ্ছাসেবক আর্থিক সহযোগিতা করার পাশাপাশি গ্রামের মানুষজন দুই হাত ভরে সহযোগিতার মাধ্যমে প্রায় এক লক্ষ টাকার বাজেটে পাঁচ দিনের পূজা অনুষ্ঠিত হয় বলে জানান উদ্যোক্তারা।

এই পূজার ৫দিন ধরে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তারা। তবে পুটশুরী গজকালী তলার মাঠে পুটশুরী সুব্রত সংঘের ২২ ফুটের সরস্বতী প্রতিমা পূজাকে ঘিরে পুটশুড়ি গ্রাম সহ আশপাশের এলাকায় আলোড়ন সৃষ্টি করে দর্শনার্থীদের সাড়া পড়ে গেছে। এই পুজোকে কেন্দ্র করে পুটশুড়ী গ্রামে আনন্দ উৎসাহের সঙ্গে একটি উৎসবের মিলন ক্ষেত্র তৈরি হয়েছে বলে জানান তারা।