হক জাফর ইমাম :: অবতক খবর :: ১৭ই নভেম্বর :: মালদহ :: নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্য সমিতির ২২ তম রাজ্য অধিবেশন উপলক্ষে মালদা শহরে সুসজ্জিত প্রভাতফেরীর আয়োজন।রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকা থেকে সুসজ্জিত প্রভাত ফেরী শুরু হয়।
সারা শহর পরিক্রমা করে প্রভাতফেরী শেষ হয় মালদা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। প্রভাতফেরিতে অংশ নেয় শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও। সারা রাজ্য থেকে প্রায় ৫০০ প্রতিনিধি অংশগ্রহণ করে এই প্রভাতফেরিতে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। রাজ্য অধিবেশন অনুষ্ঠিত হয় মালদা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে।