অবতক খবর,২০ জুলাই: আগামীকাল ২১ শে জুলাই। এবারের ২১শে জুলাই এক ঐতিহাসিক ২১শে জুলাই।সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের ব্যাপক ফল করেছে তৃণমূল কংগ্রেস।২৯ টা আসন পেয়ে বিজেপি কে উপকাত করে দিয়েছে সবুজ ব্রিগেড। তাই এবারের ২১ শে জুলাই মঞ্চ থেকে তাদের।
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেটাই শোনার জন্য গতকাল রাত থেকে ভিড় জমিয়েছে বিভিন্ন কর্মী সমর্থকরা। এরকমই ছবি ধরা পড়লো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে।