অবতক খবর,২৩ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম
রামকৃষ্ণ সেবাশ্রমের ২০ তম বাৎসরিক প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়।
রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক সুদীপ্ত কুমার রেজ ও রামকৃষ্ণ সেবাশ্রমের প্রধান পুরোহিত তথা সেবাশ্রমের সভাপতি সুকুমার ব্যানার্জিরা মানুষের সেবায় নিয়োজিত হওয়ার জন্য শ্রী শ্রী রাম ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ও জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ মহারাজের আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০০৫ সালে আজকের দিনে কুসুমগ্রাম বাজার সংলগ্ন এলাকায় রামকৃষ্ণ ও বিবেকানন্দের ভাব প্রচারের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রতিষ্ঠা করা হয়।

সেই থেকেই প্রত্যেক বছরের মতন এই বছর আজকের দিনে রামকৃষ্ণ , সারদামনি ও স্বামী বিবেকানন্দের মঙ্গলরতি, কথামৃত পাঠ, পূজা পাঠ সহ নাচ গানের মাধ্যমে দুপুরে কুসুম গ্রাম সহ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রামের ৫থেকে ৬ হাজার মানুষজনদের মন্দির প্রাঙ্গণে বসিয়ে অন্ন ভোগ খাওয়ানোর মধ্য দিয়ে আনন্দ উৎসাহের সঙ্গে কুসুমগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমর ২০তম বাৎসরিক প্রচেষ্টা দিবস অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অবধূতানন্দজী মহারাজ, বর্ধমান রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের যুগ্ম উপদেষ্টা প্রদীপ কুমার সু, সহ বিশিষ্ট রামকৃষ্ণ সেবাশ্রমের কর্মকর্তারা ও ভক্তগণ।