অবতক খবর,২০ অক্টোবর: ২০২৩ এর দূর্গা পূজা উপলক্ষে রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেয়া হলো মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পুজো কমিটিকে। মুর্শিদাবাদ জেলার সেরা পুজোর খেদাপ খেতাপ পেয়েছেন বহরমপুরের বানজেটিয়া অক্ষয় সমিতি দুর্গাপূজা মহিলা কমিটি, লালবাগের চুনাখালি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং বহরমপুরের কুহেলী সংঘ।
অন্যদিকে সেরা প্রতিমা জঙ্গিপুরের চৈতক অ্যাটলেটিক ক্লাব, ডোমকল চব্বিশ চল্লিশ সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং বহরমপুরের জেল রিক্রিয়েশন ক্লাব। অন্যদিকে সেরা মন্ডপের পুরস্কার পেল বহরমপুর ভট্টাচার্য পাড়া দুর্গাপূজা কমিটি জঙ্গিপুর বিবেকানন্দ ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং ডোমকল বাবুপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। অন্যদিকে সেরা সমাজ সচেতনতা কান্দির মালিহাটি পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি, লালবাগ মহকুমার বিবেক সংঘ এবং বহরমপুর আমড়াতলা দুর্গা পুজো কমিটি। কমিটির হাতে মুর্শিদাবাদ জেলার 2023 বিশ্ব বাংলা সেরা পুজোর সম্মান তুলে দেন মাননীয় জেলা শাসক সপ্তর্ষি মিত্র, অতিরিক্ত জেলা শাসক নির্মাল্য ঘরামী ও অন্যান্য আধিকারিকগণ।