অবতক খবর,২৫ ফেব্রুয়ারি: ২০২১ সালে ভুয়ো
সিম কার্ড বিক্রি করার ক্ষেত্রে, গ্রেফতার করা হলো

হরিণঘাটা পৌরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ড সন্তোষপুর এর বাসিন্দা
সুমন মজুমদারকে
তার একটি সিম বিক্রি করার দোকান ছিল
দোকানের নাম ফ্রেন্ডস টেলিকম
সেই দোকান থেকে প্রায় ২০২১ সালে
২৬ টি ভুয়া সিম কার্ড বিক্রি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে

বিভিন্ন ক্ষেত্রে একাধিক জায়গায় এই সিম কার্ড তুলে ফেক কল যাচ্ছে সাধারণ মানুষের কাছে একাধিক জায়গায়

সেই অভিযোগ লিখিত অভিযোগ পরে রাজ্য দপ্তরের গোয়েন্দা বিভাগের আধিকারিকের কাছে খোঁজ শুরু করে আধিকারা

এরপরেই ভুয়ো সিম কার্ড বিক্রি করার দোকানের হদিস পাওয়া যায়

উঠে আসে নদীয়া হরিণঘাটার পৌরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন মজুমদার এর নাম

এবং তৎক্ষণাৎ তদন্ত শুরু করে হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন
খোঁজ মেলে সুমন মজুমদারের আটক করে নিয়ে আসা হয় হরিণঘাটা থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সিম বিক্রি করার বিষয়ে কি জানেন তিনি

যদিও সুমন মজুমদারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে প্রায় ২৬ টি সিম বিক্রি করার কথা 2021 সালে সেই সময় তার অস্থায়ী দোকান ছিল বড় জাগুলিতে।

দোকানটি এখন বর্তমানে আর নেই
কারণ রাস্তা সম্প্রসারণের কাজ চলছে সেই ক্ষেত্রে দোকান বন্ধ করে দিতে হয় তাকে যদিও প্রায় দু বছরের সময় চলে এখন কেন তদন্ত চলছে উঠছে প্রশ্ন বর্তমানে এখন আর দোকান নতুন করে শুরু করেননি তিনি।
এই বিষয়ে জানায় পুলিশকে তিনি

পাশাপাশি, বৃহস্পতিবার রাতে সুমন মজুমদারকে গ্রেফতার করে পুলিশ
শুক্রবার আদালতে পেশ করলে তদন্তের গতি প্রক্রিয়া আগে নিয়ে যাওয়ার জন্য
পুলিশি কাস্ট্রিত নেওয়ার আবেদন জানানো হয় সাত দিনের জন্য
যদিও কোর্টের পক্ষ থেকে
নতুন করে আবারো তিনদিনের পুলিশে হেফাজত পেয়েছেনভুয়োসিম দোকানের মালিক
সুমন মজুমদারকে

এখন দেখার বিষয়
পুলিশি তদন্তের জেরে
২৬ টি ভুয়া সিম কার্ড বিক্রি করার
ক্ষেত্রে মূল দোকানের মালিক অভিযুক্ত সুমন মজুমদারের কাছে থেকে নতুন কোন তথ্য জানতে পারেন কিনা হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন।