অবতক খবর,৬ ফেব্রুয়ারী : ২০১৬ SLST শিক্ষক শিক্ষিকাদের কালীঘাট অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি।
আজ ধর্মতলার ওয়াই চ্যানেলে দীর্ঘদিন ধরে অবস্থানরত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের দাবিতে কালীঘাট অভিযানের কর্মসূচি ছিল।

সেই অনুযায়ী ময়দান মেট্রোর গেট নাম্বার ১ এর সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা জমায়েত হয়েছিলেন। তবে মিছিল শুরু করার আগেই তাদের ধরে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। জানা যাচ্ছে মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে মেল পাঠানো হয়েছিল । কিন্তু অনুমতি পানি তারা। তারপরে পুনরায় ইমেইল মারফত আবেদন করেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

জানা যাচ্ছে, লালবাজার হেস্টিং তালতলা বিভিন্ন থানায় চাকরি হারা এই আন্দোলনরত এই আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের তোলা হয়েছে। তারপরই বাকি আন্দোলনকারী চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ধর্মতলায় অবরোধ শুরু করেন।
তাদের দাবি কালকের মধ্যে যদি CM দেখা না করেন 2016 SLST টিচারদের কেউ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে না।।