অবতক খবর,৮ সেপ্টেম্বরঃ ১ লা বৈশাখে বাংলা দিবসে আপত্তি জানিয়ে বিক্ষোভ ধর্না বিজেপির।বিধায়ক মন্ত্রীদের ভাতা বৃদ্ধি নিয়েও প্রতিবাদ।

হুগলির পিপুলপাতি বিবেকানন্দের মূর্তি পাদদেশে বসে পোস্টার হাতে বিক্ষোভ দেখায় বিজেপি।গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষনা করেন ১ লা বৈশাখ হবে বাংলা দিবস।২০ শে জুন পশ্চিমবঙ্গকে বাংলা দেশ থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবী বিজেপির।বিজেপি হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার বলেন,বাংলা দিবসে আমাদের আপত্তি নেই।কেন ১ লা বৈশাখ।যেদিন পশ্চিমবঙ্গ নতুন বছরের উৎসবে মেতে থাকে সেদিন কেন?

পাশাপাশি বিধায়ক মন্ত্রীদের ভাতা বৃদ্ধি নিয়েও প্রতিবাদে সরব হয় বিজেপি।গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন,বিজেপি বিধায়করা বর্ধিত ভাতা নেবেনা।আজ তুষার মজুমদার বলেন,চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে।সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে না আর বিধায়কদের বেতন বৃদ্ধি হচ্ছে।বিধায়করা এমনই চুরি করে তাদের বেতন বাড়ানো কেন?

বিধায়ক দের বেতন বৃদ্ধি নিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যে বিধায়করা যে বেতন পান তার তুলনায় পশ্চিমবঙ্গের বেতন অনেকটাই কম। বিধায়করা মানুষের জন্য কাজ করেন সময় দেন, সে ক্ষেত্রে অনেক ছোটাছুটি করতে হয়। একটা বিধানসভা মানে অনেক বড় জায়গা তার মধ্যে তাদের কাজ করতে হয়। সেই কারণেই এই ভাতা বাড়ানো হয়েছে। এই ভাতা বৃদ্ধির ফলে বিধায়করা আরো বেশি করে কাজ করবেন। এই বৃদ্ধি হওয়া ভাতা বিরোধীরা নেবেনা বলেছে সেই প্রসঙ্গে স্নেহাশীষ চক্রবর্তী জানান, যদি কারোর না নেওয়ার ইচ্ছা না থাকে তাহলে সে নেবেন না। এতে কে কাকে বাধা দেবে। এই ভাত বাড়ানো হয়েছে দল মত নির্বিশেষে সবার জন্য বাড়ানো হয়েছে। তাতে যদি কেউ না নেয় না নেবে।।।