অবতক খবর,১৫ ফেব্রুয়ারী : ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। শুক্রবার রাত সাড়ে ৮ টা নাগাদ মুর্শিদাবাদের লালগোলা থানার রামনগর সীমান্তে বিএসএফ সদস্যরা কিছু চোরাচালানকারীকে দেখতে পান। তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের একটি দল নজরদারি চালাচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তারা কিছু সন্দেহজনক আওয়াজ শুনতে পান।
এরপর দেখতে পান, বাংলাদেশ থেকে ৬-৭ জন ও ভারত থেকে ৫-৬ জন চোরাচালানকারী সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে। বিএসএফের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশি চোরাচালানকারীরা পালিয়ে যায়। ভারতীয় অংশের চোরাচালানকারীরা ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে আসলে, বিএসএফ আত্মরক্ষার্থে প্রথমে গুলি ছোড়ে, তবে তা কারো গায়ে লাগেনি। পরে দু’টি স্টান গ্রেনেড নিক্ষেপ করলে চোরাচালানকারীরা পালিয়ে যায়। সীমান্তের কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে বিএসএফ।
যেখানে ছিল ২ কেজি ৩০৬ গ্রাম মাদক গুঁড়ো ও পাথর সদৃশ বস্তু এবং কিছু ট্যাবলেট। ওই মাদকের বাজার মূল্য প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই চোরাচালানে জড়িত দু’জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা জাহিদুল ইসলাম ওরফে বাবু(৩৩) এবং আখিল শেখ(২৮), তাদের উভয়ের বাড়ি লালগোলা থানার রামনগর এলাকায়। বিএসএফ পুরো এলাকা তল্লাশি চালিয়েছে। ঘটনাটি নিয়ে লালগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার উদ্ধার হওয়া মাদকদ্রব্য লালগোলা থানার হাতে হস্তান্তর করে বিএসএফ। পুলিশ তদন্ত শুরু করেছে।