অবতক খবর,২৫ জানুয়ারি: শনিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রামের পলসনডা এলাকায় NH-12 জাতীয় সড়কে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন এক পুলিশকর্মী। নিহত পুলিশকর্মীর নাম অভিজিৎ ঘোষ। তাঁর বাড়ি নবগ্রামের নারায়নপুর গ্রামে। অভিজিৎবাবু নবগ্রাম থানায় ভিলেজ পুলিশ (ভিপি) পদে নিযুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিউটি করার সময় একটি ১৬ চাকা লরি দ্রুত গতিতে এসে অভিজিৎবাবুকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নিয়ে লরির চালককে পাকড়াও করেন এবং নবগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিজিৎবাবুর এই অকালমৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী এবং এলাকাবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, অভিজিৎবাবু অত্যন্ত দায়িত্বশীল ও কর্মঠ ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, লরিটিকে আটক করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।