অবতক খবর,৯ মার্চ: ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছিলেন। এবার জানা গেল আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে গঙ্গার তলা দিয়ে ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবা। ওই দিন থেকেই যাত্রীরা এই মেট্রোয় সওয়ার হতে পারবেন। ১৫ মার্চ শুক্রবার থেকে নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা–তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও মেট্রো চলাচল শুরু হবে সর্বসাধারণের জন্য।

কলকাতা মেট্রো বিবৃতিতে জানিয়েছে, হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। তবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

প্রসঙ্গত, গঙ্গার তলা দিয়ে মেট্রো যাওয়ার সময় যাত্রীরা ফোনে কথা বলতে পারবেন। এমনকী ইন্টারনেটও ব্যবহার করা যাবে.