অবতক খবর,১৪ জানুয়ারি, অয়ন চ্যাটার্জী: ১৪৪ বছর পর আবার ২০২৫ সালে

দেখা মিলল মহাকুম্ভর, গবেষকদের অনুমান অনুযায়ী আমেরিকা ও রাশিয়ার মতো দেশের জনসংখ্যার চেয়ে বেশি জমায়েত হতে পারে এই উত্তরপ্রদেশের প্রয়োগরাজের মহাকুম্ভে।

হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি ১৪৪ বছরে আসে মহাকুম্ভ এবং তার মধ্যে ৪ বছরে কুম্ভ, ৬ বছরে অর্ধ কুম্ভ ও ১২ বছরে পূর্ণ কুম্ভ । এই ১৪৪ বছরের মহাকুম্ভ অতি বিরল বলে মনে করা হয় এবং এই মহাকুম্ভ কে প্রত্যেক বছরের কুম্ভ মেলার চেয়ে ২০২৫ সালের কুম্ভ মেলায় তিনি সব রকম প্রস্তুতি নিয়েছেন।

বিশ্ববাসীর পাশাপাশি ভারতবাসীর কাছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল এই মহাকুম্ভের মেলায় বিখ্যাত ব্যক্তি স্টিভ জবের স্ত্রীকেও যুক্ত হতে দেখা যায় সম্পূর্ণ গেরুয়া পোষাকে, শুধু তাই নয় তাকে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতেও দেখা যায় এবং তার পাশাপাশি কুম্ভ মেলা শুরুতে অর্থাৎ পূর্ণিমার দিন সেই পবিত্র তিথিতে তিনি সনাতন ধর্ম গ্রহণ করেন এবং তার নাম “লরেন পাওয়েল” থেকে নিজের নাম “কমলা” রাখেন।

এর পাশাপাশি উত্তরপ্রদেশে অর্থনৈতিক দিক থেকে মহাকুম্ভের হাত ধরে প্রায় ২ লক্ষ কোটি টাকার আয় হতে পারে, এই বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন ২০১৯ সালের প্রয়োগ রাজের অর্ধ কুম্ভ মেলায় মূল আয় ১২ লক্ষ কোটি টাকা মূল রোজগার এবং বর্তমান ২০২৫ সালে প্রায় ৮০ কোটির চেয়েও অধিক ভক্তর সমাবেশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে ২ লক্ষ কোটি টাকার আয় এবছর মহা কুম্ভ ধরা হচ্ছে।